১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের লেখাপড়া : পর্বসংখ্যা-৩২, গণিত

প্রথম অধ্যায় : প্যাটার্ন
-

সুপ্রিয় অষ্টম শ্রেণীর পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের গণিত বিষয়ের পাটীগণিতের ‘প্রথম অধ্যায় : প্যাটার্ন’ থেকে আরো ১২টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১৮। ১২ + ৭২ + ক২ = খ হলে ক, খ এর মান কত?
(ক) ৫, ৭৫ (খ) ১৫, ২০
(গ) ২, ৭০ (ঘ) ৫, ৪০
১৯। নিচের কোন সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য?
(ক) ১২৩৪
(খ) ২৫৬৮
(গ) ১৭২৩
(ঘ) ৪০১৩
২০। নিচের কোন সংখ্যাটিকে ২টি বর্গের সমষ্টিরূপে লেখা যায় না?
(ক) ৭ (খ) ৮
(গ) ৫ (ঘ) ১০
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ২১-২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫--- একটি তালিকা
২১। ১ থেকে ১০ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল কত?
(ক) ৫৫ (খ) ৬৬ (গ) ৭৭ (ঘ) ৮৮
২২। ১ থেকে ১৫ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল কত?
(ক) ৫৫ (খ) ১২০
(গ) ১৩০ (ঘ) ১৪০
২৩। ১ থেকে ২০ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল কত?
(ক) ১৪০ (খ) ১৩০
(গ) ১২০ (ঘ) ২১০
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ২৪-২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
১ম ১০টি বেজোড় সংখ্যার যোগফল = ক
২৪। ক এর মান কত?
(ক) ৯৯ (খ) ১০০
(গ) ৯৯৯ (ঘ)১০০০
২৫। ১১তম বেজোড় সংখ্যাটি কত?
(ক) ১৫ (খ) ১৭
(গ) ১৯ (ঘ) ২১
২৬। বেজোড় সংখ্যার বীজগণিতীয় রাশি কোনটি?
(ক) ২চ + ১ (খ) ২চ-২
(গ) ২চ+০ (ঘ) ২চ-০
নিচের সংখ্যাগুলোর তালিকাটি লক্ষ্য করো। এ তথ্য অনুসারে ২৭-২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
৩, ১০, ১৭, ২৪, ৩১, ৩৮---
২৭। তালিকাটির সন্নিহিত ২টি সংখ্যার পার্থক্য কত?
(ক) ৪ (খ) ৫ (গ) ৬ (ঘ) ৭
২৮। তালিকাটির পরবর্তী সংখ্যাটি কত?
(ক) ৪২ (খ) ৪৫ (গ) ৪৮ (ঘ) ৫১
২৯। তালিকাটির ১ম ৭টি সংখ্যার যোগফল কত?
(ক) ১৬৪ (খ) ১৬৬
(গ) ১৬৮ (ঘ) ১৭০
উত্তর : ১৮. ক, ১৯. খ, ২০. ক, ২১. ক, ২২. খ, ২৩. ঘ, ২৪. খ, ২৫. ঘ, ২৬. ক, ২৭. ঘ, ২৮. খ, ২৯. গ।


আরো সংবাদ



premium cement